সরকারের কাছে মৃত্যু চেয়ে আবেদন!

সংগৃহীত ছবি

সরকারের কাছে মৃত্যু চেয়ে আবেদন!

অনলাইন ডেস্ক

কয়েক দশক ধরে খাবার জনিত সমস্যায় ভুগছেন ৪৭ বছর বয়সী এই নারী। ৮ বছর থেকেই তার শরীরে সমস্যা দেখা দেয়। বর্তমানে পাওলির ওজন ৯২ পাউন্ড বা ৪১ কেজি। পুষ্টিকর খাবার খাওয়া ছাড়াই তিনি দিনের পর দিন পার করতে পারেন।

বর্তমানে তিনি এতটাই দুর্বল যে দোকান থেকে কিছু ক্রয় করে আনতে পারছেন না।  

প্রতিদিনই তাকে দুর্বলতা গ্রাস করছে। শরীরের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাওয়ায় তিনি বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে মেডিকেল থেকে তিনি বৈধভাবে মৃত্যুর সনদ পাননি।

 

পাওলির মতো যারা শারীরির সমস্যায় ভুগছেন তাদেরকে স্বেচ্ছায় মৃত্যুর জন্য ২০২৪ সালের মার্চ থেকে অনুমতি দিবে কানাডা।  

বর্তমানে কানাডাতে স্বেচ্ছায় মৃত্যুবরণের যে আইন রয়েছে তাতে পাওলি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবে না। কারণ তিনি যে শারীরিক সমস্যায় ভুগছেন তাতে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কানাডার আইন পরিবর্তন হলে তিনি একজন মেডিকেল সহকারীর সহযোগিতার মৃত্যুবরণ করার সুযোগ পাবেন।  

যদি পাওলি অনেকবার চিকিৎসা করিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। বরং দিনকে দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।  

কানাডার মেডিকেল আইনে বলা আছে, কেউ যদি মানসিক সমস্যায় ভুগেন তাহলে তাকে মেডিকেল সহকারীর সহযোগিতায় মৃত্যুবরণ করার কোনো সুযোগ নেই।  

সূত্র: রয়টার্স

News24bd.tv/AA