হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানদের প্রথমবার হোয়াইটওয়াশ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আফগানরা প্রথমে ব্যাটিং করতে নামবে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে টাইগারদের।

যদি পরিবর্তন আসেও সেক্ষেত্রে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে আফিফ হোসেনের। আর সেটি হলে সাইড বেঞ্চে বসতে হবে নাসুম আহমেদকে।

এবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো টানা তিন সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এর পরের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সাকিবের দল।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেকের পর নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিন সিরিজ জিতেছিল টাইগাররা। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল লাল সবুজের দল।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস,  নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকনি আহমেদ, হাসান মাহামুদ।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমাতুল্লাহ ওমরজাই,ফজল হক ফারুকি, ও ওয়াফাদার মোমান্দ।  

news24bd.tv/কামরুল