রায় নিয়ে জরুরি বৈঠকে বিএনপি নেতারা

ছবি-সংগৃহীত

রায় নিয়ে জরুরি বৈঠকে বিএনপি নেতারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামালা মামলার রায় নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার বেলা ১১টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। বৈঠকে নেতারা রায় পর্যবেক্ষণের পর রায়ের প্রতিক্রিয়া জানাবেন তারা।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামনসহ পুলিশের গাড়ি ও সাজোয়া ভ্যান রাখা হয়েছে।

মতিঝিল জোনের এক পুলিশ কর্মকর্তা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে প্রতিহিত করা হবে। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি আমরা।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর