রায়ে সন্তুষ্ট জানিয়ে কুমিল্লায় গণমিছিল

রায়ে সন্তুষ্ট জানিয়ে কুমিল্লায় গণমিছিল

২১ আগস্ট গ্রেনেড হামালা মামলা

রায়ে সন্তুষ্ট জানিয়ে কুমিল্লায় গণমিছিল

কুমিল্লা প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামালা মামলার রায়ে সন্তুষ্ট জানিয়ে ও রায় দ্রুত কার্যকরের দাবিতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে গণমিছিল বের হয় নগরীর প্রধান প্রধান সড়কে।

আজ বুধবার দুপুরে রায় ঘোষনার পর কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। এর নেতৃত্ব দেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল। মহানগর আওয়ামীলীগের অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর