রায়ের প্রতিবাদে বিএনপি'র ৭ দিনের কর্মসূচি

বিএনপির লোগো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

রায়ের প্রতিবাদে বিএনপি'র ৭ দিনের কর্মসূচি

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায়কে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর প্রতিবাদে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

 

কর্মসূচি অনুযায়ী রায়ের প্রতিবাদে ১১ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ, ১৩ অক্টোবর ঢাকাসহ সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ, ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে যুবদলেরর বিক্ষোভ, ১৫ অক্টোবর ঢাকাসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহিলা দলের মানববন্ধন, ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে শ্রমিকদলের মানববন্ধন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ আজ এ কর্মসূচি ঘোষণা করেন।

সম্পর্কিত খবর