গত ৫০ বছরে যে উন্নয়ন হয়নি ১৪ বছরে তা হয়ে গেছে : নজরুল ইসলাম মজুমদার

গত ৫০ বছরে যে উন্নয়ন হয়নি ১৪ বছরে তা হয়ে গেছে : নজরুল ইসলাম মজুমদার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, এই বাংলার মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। পারেননি। মহান আল্লাহ ওনার সুযোগ্য কন্যাকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ক্ষমতা দিয়েছেন।

৫ কোটি লোককে বয়স্ক ভাতা দিয়েছেন। কয়েক লাখ মানুষকে ঘর বানিয়ে দিয়েছেন। আমরা সরকারের কাছে, মায়ের কাছে কী চাই। ’

তিনি বলেন, ‘ভালোবাসা চাই।

আশ্রয় চাই। খাদ্য চাই। নিরাপত্তা চাই। এর সব গুণাগুণ আমাদের নেত্রী আপামর বাংলাদেশের জনসাধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু দিয়েছেন। আজকে এখানে যে বিজনেস কমিউনিটি এসেছেন। ওনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে সব ধরনের ব্যবসায়ী ব্যবসা করি। গাড়ির ব্যবসা বলেন, চাউলের ব্যবসা বলেন, গার্মেন্ট বলেন, টেক্সটাইল বলেন, ইলেকট্রনিক্স বলেন সব নেতৃত্ব আজ এখানে উপস্থিত হয়েছেন। কাজেই আমরা জয় বাংলা বলেছি বারবার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। এ স্লোগানও দিয়েছি। আমাদের মাঝে আজ যিনি উপস্থিত আছেন। ওনার নাম শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কথাটা এত বেশি ভালো লাগে না। যতটা ভালো লাগে শেখ হাসিনা বলতে। এটা হৃদয়ের গভীর থেকে আসে। শেখ মুজিবের নাম জড়িত এখানে। ’

তিনি বলেন, ‘আজ থেকে সাড়ে ১৪ বছর আগে বারাক ওবামা যখন ক্ষমতায় আসেন। তখন একটি মাত্র স্লোগান ছিল তিনটি শব্দের, তা হলো- ‘চেঞ্জ উই নিড’। গোলার্ধের অন্য প্রান্তে বাংলাদেশের তখন নির্বাচন। সে সময় আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘দিনবদলের সনদ’। দিন বদলেছে না? পদ্মা সেতু হয়ে গেছে না! ড্রিমলাইনার ৭৮৭ উড়ছে না? এই বাংলার মানুষকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। পারেননি। মহান আল্লাহ ওনার সুযোগ্য কন্যাকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ক্ষমতা দিয়েছেন। ৫ কোটি লোককে বয়স্ক ভাতা দিয়েছেন। কয়েক লাখ মানুষকে ঘর বানিয়ে দিয়েছেন। আমরা সরকারের কাছে, মায়ের কাছে কী চাই? ভালোবাসা চাই। আশ্রয় চাই। খাদ্য চাই। নিরাপত্তা চাই। এর সব গুণ আমাদের নেত্রী আপামর বাংলাদেশের জনসাধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু দিয়েছেন। আমরা চাইলেই পরিবর্তন করে ফেলব? সাত-সাগর তেরো নদীর ওপার থেকে মানুষ আসবে। বলবে, তোমাদের আমরা চেঞ্জ করে ফেলব। পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কত জায়গায়! পরিবর্তন হয়ে গেছে। সম্প্রতি আমার অফিসে পুলিশের একজন বড় কর্মকর্তা এসেছেন। নজরুল সাহেব আপনার মত কী বলেন? আপনার মতামত বলেন সরকার সম্পর্কে। আমি বললাম, ভাই আমি জানি না, আপনি কোথায় বা কত বড় চাকরি করছেন। তিনি পুলিশের একজন সিনিয়র এসপি। গত ৫০ বছরে যে উন্নয়ন হয়নি, গত ১৪ বছরে তা হয়ে গেছে এবং ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে আগামী পাঁচ বছরে তার দ্বিগুণ হবে। কারণ অনেক প্রকল্প আধাআধি হয়েছে। কোনোটি আবার ৭০ শতাংশ হয়েছে। কোনোটি ৮০ শতাংশ হয়েছে। এখন যদি সরকার পরিবর্তন হয়, এ প্রকল্পগুলো সব মরে যাবে। ’

তিনি আরও বলেন, ‘এ জাতি মুখ থুবড়ে পড়বে। কাজেই আপনারা এখানে যারা আছেন, বিজনেস কমিউনিটি। আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমাদের মিছিলের সামনে থাকবেন শেখ হাসিনা। জাতির জনকের কন্যা, যিনি বাংলাদেশের অবকাঠামোকে সমৃদ্ধ করেছেন। আর কেউ করতে পারেননি বাংলাদেশের স্বাধীনতার পর। দেশকে ভালোবাসেন। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। রাত ১২টা পর্যন্ত কাজ করেন। আমি ব্যক্তিগতভাবে জানি। খবর রাখি। বিদেশে গেলে সব সময় দোয়া করি। আল্লাহ যেন ওনাকে সব সময় সুস্বাস্থ্য দান করেন। দেশের ভাগ্য নিয়ে অনেক চক্রান্ত চলছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, যাঁরা এখানে অফিস করে আছেন। অন্যান্য দেশে। তাঁদের ডেকে আপনি চা খান। ‘উই ডোন্ট লুস এনিথিং’। ইউ আর এ প্রাইম মিনিস্টার। আপনি আমাদের মা। ওরা আমাদের দেশের অতিথি। ইউ কল দেম এনি টাইম। ডাকেন কথা বলেন, এভরিথিং উইল বি ইজি। পৃথিবীতে একজন সাহসী মহিলা আছেন। অতি সাহসী। যার নাম শেখ হাসিনা। পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন যেভাবে উনি বক্তব্য দিয়েছেন। একটা পরাশক্তির বিরুদ্ধে। আমি তো মনে করি, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক কোনো প্রধানমন্ত্রী এরকম কোনো বক্তব্য পার্লামেন্টে বলতে পারবেন না। শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা। জয় বাংলা। ’

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর