শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি:

‘সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  

আজ সোমবার (১৭ জুলাই) সকালে বাজুস, শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের খরমপুর এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাজুস, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক সজল কর্মকার। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় দিয়ে শেষ হয়।

ওই সময় বাজুস, শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রাজন মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মিস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কমল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক বিকাশ মালাকারসহ জেলা বাজুসের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার তিন শতাধিক স্বর্ণ ব্যবসায়ী-কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন। পরে বিকেলে জেলা বাজুসের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।