বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জুয়েলার্স এসোসিয়েশনের উদ্যোগে র্যালী, কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড় রেনেসাঁ ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেনেসাঁ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা হয়।
সিরাজগঞ্জ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক গৌতুম কর্মকার ও প্রচার সম্পাদক বাবু সেন। আলোচনা সভা শেষে বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ কেক কর্তন করা হয়।