হেলথ ইমার্জেন্সি জারির সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর: মেয়র আতিক

সংগৃহীত ছবি

হেলথ ইমার্জেন্সি জারির সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর: মেয়র আতিক

অনলাইন ডেস্ক

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে হেলথ ইমারজেন্সি জারি করতে হবে কি-না, সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নেবে। এছাড়া মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা সিটি করপোরেশন করছে বলে দাবি করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে বনশ্রী আইডিয়াল স্কুলে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, প্রতিদিন এডিস মশার লার্ভা খুঁজতে খুজতে অভিযান চলছে।

জরিমানা করা হচ্ছে। তবে এখনো কাঙ্ক্ষিত সচেতনতা গড়ে উঠেনি। এই অবস্থায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতার উপর জোর দেয়া হচ্ছে।

এসময় কর্মসূচিতে অংশ নিয়ে বাসাবাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে পরিবারের বড়দের সচেতন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান মেয়র।

news24bd.tv/SHS