ভারতে সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ নিহত ১৫

সংগৃহীত ছবি

ভারতে সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, তিনজন নিরাপত্তারক্ষী। বিষয়টি জানার পর গভীর শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ’১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন।

এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে। ’

চামোলির পুলিশ সুপার প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। তিনি বলেন, ‘আমরা গ্রাম থেকে ফোন পাই, একজন নিরাপত্তারক্ষী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সদস্যরা জায়গাটি দেখতে গেলে আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। এর মধ্যে ১৫ জন হাসপাতালে মারা গেছে এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ’

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক