একসময়ে খাবার জোটাতে না পারা লোকগুলোর হাতে এখন মোবাইলফোন: প্রধানমন্ত্রী

'আওয়ামী লীগ নিজেদের ভাগ্য পরিবর্তন নিয়ে ভাবে না'

একসময়ে খাবার জোটাতে না পারা লোকগুলোর হাতে এখন মোবাইলফোন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যারা একসময়ে খাবার জোটাতে পারতো না তারা এখন মোবাইলফোন ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে এখন ভালো কাপড় চোপড় পরার সক্ষমতা অর্জন করেছে বলেও জানান তিনি।

বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, একসময়ে বিদেশিরা বাংলাদেশ সফরে এসে দেখতো মানুষের গায়ে কাপড় নেই, পায়ে জুতা নেই, শরীরে চামড়া আর হাড় ছাড়া কিছু নেই।

অথচ এখন মানুষের আর সেই চিত্র নেই। সে অবস্থার পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, 'আওয়ামী লীগ সব সময়েই চেষ্টা করেছে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে, নিজেদের ভাগ্যের না। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, যে কারণে একটা তাড়া আছে আমাদের।

কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগুতে পারলাম, সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই সবচেয়ে বড় কথা। '

news24bd.tv/FA

এই রকম আরও টপিক