‘ইউরোপ এলো, আমেরিকা এলো কিন্তু বিএনপির আশা পূরণ হলো না’

শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা

‘ইউরোপ এলো, আমেরিকা এলো কিন্তু বিএনপির আশা পূরণ হলো না’

নিজস্ব প্রতিবেদক

ইউরোপ এলো আমেরিকা এলো বিএনপির আশা পূরণ হলো না, এখন সব দোষ শেখ হাসিনার; বুধবারের সমাবেশে এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।

এদিন দুপুরে রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে দলটি। এসময় দলের নেতারা বলেন, অন্য কোনো দেশের উপদেশ নির্দেশে কাজ হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচনের কোনো বিকল্প নেই।

সাতরাস্তা থেকে নাবিস্কো হয়ে মহাখালী- যতদূর চোখ যায় কেবলই মানুষ।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ রূপ নিলো জনসমুদ্রে। সাতরাস্তার সংযোগ সড়কে আয়োজনের কথা থাকলেও সিদ্ধান্ত বদলে মূল সড়কেই সমাবেশ শুরু করেন উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোট বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দুপুরের পর সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে।

বন্ধ হয়ে যায় যান চলাচল।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, তত্ত্বাবধায়কের কথা কেউ বলেনি, নির্বাচন হবে সংবিধান অনুযায়ীই।

সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় বলেন, জনগণের শক্তির বিরুদ্ধে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। সমাবেশের পর উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা সাতরাস্তা থেকে শুরু হয়ে বনানীতে গিয়া শেষ হয়।

news24bd.tv/FA