ক্লিন এনার্জি প্রজেক্ট থেকে আসবে দেশের ৪০ শতাংশ বিদ্যুৎ

ফাইল ছবি

ক্লিন এনার্জি প্রজেক্ট থেকে আসবে দেশের ৪০ শতাংশ বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

নিরবচ্ছিন্ন ও গুণগত বিদ্যুৎ সরবরাহে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইজিসি আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মোট বিদ্যুতের ৪০ শতাংশ ক্লিন এনার্জি প্রজেক্ট থেকে আসবে।

কয়লাকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পরিশোধন করে ক্লিন এনার্জিতে রূপান্তর করা হবে। খরচ হবে ১০ বিলিয়ন ডলার।

ক্যাপাসিটি চার্জ নিয়ে নসরুল হামিদ বলেন, এটি উৎপাদন বজায় রাখার জন্য পরিক্ষিত পদ্ধতি, যা প্রায় সব দেশেই প্রয়োগ করে থাকে। কৃষিতে সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

news24bd.tv/FA