বৃষ্টিপাত কমে যাওয়ার কারণ জানা গেল

বৃষ্টিপাত কমে যাওয়ার কারণ জানা গেল

অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরে যে গরম পড়েছে তা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সারা দেশে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণও জানানো হয়েছে। বুধবার (১৯ জুলাই) আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েকদিন মাঝেমধ্যে তাপমাত্রা কমলেও গরমের অনুভূতি কমবে না।

তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে সারা দেশে বৃষ্টিপাত কমে গেছে। তাপমাত্রা যদি ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মাঝেও থাকে, আর্দ্রতার কারণে গরমের অনুভূতি কমবে না।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগে কোনো বৃষ্টিপাত হয়নি বললেই চলে। চট্টগ্রামের রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি, ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের অন্যান্য জেলা ছিল প্রায় বৃষ্টিশূন্য।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক