পাকিস্তানে দেয়াল ধসের পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে দেয়াল ধসের পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানে দেয়াল ধসের পৃথক ঘটনায় অন্তত ১৩ জন মারা গেছে। ফেডারেল রাজধানী ও রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টির কারণে বুধবার দেয়াল ধসের ঘটনা ঘটে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, আরব সাগর থেকে মৌসুমি স্রোত তীব্র হওয়ায় শহরদুটিতে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পুলিশ বলছে, ইসলামাবাদে পেশোয়ার সড়কে গরলা মোড়ের কাছে নির্মাণাধীন একটি সেতুর দেয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ইসলামাবাদের খানা থানার আওতাধীন মোহাম্মদি টাউনে দেয়াল ধসে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে।

এ ছাড়া ইসলামাবাদ-পেশোয়ার মোটরওয়ে দিয়ে চলাচলকারী দুটি বাস প্রবল বর্ষণের মধ্যে পিচ্ছিল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

এতে বেশ কয়েকজন আহত হয়।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক