কৃষ্ণ সাগরে 'মেরিটাইম ওয়ার্নিং' জারি

সংগৃহীত ছবি

কৃষ্ণ সাগরে 'মেরিটাইম ওয়ার্নিং' জারি

অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরে মেরিটাইম ওয়ার্নিং (সামুদ্রিক সতর্কতা) জারি করেছে রাশিয়ান সেনারা। এক বিবৃতিতে এ সতর্কতা জারির বিষয়টি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে সম্ভাব্য অস্ত্র বহনকারী হিসেবে গণ্য করা হবে। এর ফলে বুধবার এ সামুদ্রিক সতর্কতা জারি করেছে তারা।

নতুন নৌ চলাচল সতর্কতায় বলা হয়, আন্তর্জাতিক জলসীমার কিছু এলাকাকে জাহাজের জন্য 'সাময়িকভাবে অনিরাপদ' বলে ঘোষণা করা হয়েছে। একইসাথে এই রুটে চলাচলকারী সামরিক নাবিকদের ইউক্রেনের বন্দরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হবে এই সামুদ্রিক সতর্কতা। ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সকল জাহাজকে যুদ্ধ সরঞ্জাম বাহক হিসাবে বিবেচনা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 -আরটি

news24bd.tv/FA