ফাইনালের মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ইমার্জিং এশিয়া কাপ

ফাইনালের মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চলমান ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে পরের দুই ম্যাচে ওমান ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগাররা। এবার শিরোপা নির্ধারণী ফাইনালের মিশনে ভারত ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। ফলে প্রথমে ব্যাট করতে নামবে ভারতের দল।

বাংলাদেশ ‘এ’ দলের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী (উইকেটকিপার), শেখ মাহেদি হাসান, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল।

ভারত ‘এ’ দলের একাদশ : সাই সুধারসন, অভিষেক শর্মা, নিকিন জোসে, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুথার, হর্ষিত রানা, আরএস হাঙ্গারগেকার ও যুবরাজ সিংহ দোদিয়া।

news24bd.tv/কামরুল