ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রাদূর্ভাব। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি  হয়েছে।  

আজ শুক্রবার সকালে ফরিদপুর শেখ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে  জাহানারা বেগম নামে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে। তিনি গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার আগমারা গ্রামে।

এদিকে, হঠাৎ করে জেলায় উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ।  

জেলায় এ পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্য থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩৪৫ জন।

বাকি ১৬৩ জন ডেঙ্গু রোগী বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

news24bd.tv/কামরুল