'খুনিদের সঙ্গে 'জাতীয় ঐক্য' কেউ সমর্থন করবে না'

ছবি-সংগৃহীত

'খুনিদের সঙ্গে 'জাতীয় ঐক্য' কেউ সমর্থন করবে না'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বছেলেন, একুশে আগস্টের খুনিদের সঙ্গে 'জাতীয় ঐক্য' দেশের জনগণ কখনই সমর্থন করবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মাস্টার মাইন্ড, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেই দলের সঙ্গে কোন নৈতিকতা থেকে ব্যারিস্টার সাহেবরা, ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আপনারা ঐক্য করছেন। কোন নৈতিকতায় আপনারা এই খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন?

কাদের আরও বলেন, তথাকথিত জাতীয় ঐক্য করছেন।

বাংলাদেশের রাজনীতি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, দণ্ডিত, খুনিদের হাতে ন্যস্ত হবে। এই জাতীয় ঐক্য আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ কোনদিনও গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কতটা নীতি-নৈতিকতাহীন রাজনৈতিক দল তা বলার অপেক্ষা রাখে না।

৫ আগস্ট ও ২১ শে আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়, কোনও ফরমায়েশি রায় নয়।

তারেক রহমানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছিল।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর