বাংলাদেশে বিশুদ্ধ পানির চরম সংকট: বিশ্বব্যাংক

৯২ শতাংশ পানিই দূষিত। প্রতীকী

বাংলাদেশে বিশুদ্ধ পানির চরম সংকট: বিশ্বব্যাংক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশে ব্যবহার করা প্রায় ৯২ শতাংশ পানিই দূষিত। আন্তর্জাতিক বহুমুখী সহায়তা সংস্থা বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণাপত্রে এমন তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, ‘এদেশে পান করার ৪১ শতাংশ পানিতে ই-কোলি ব্যাকটেরিয়া আছে।

আর ১৩ শতাংশ পানি আর্সেনিকযুক্ত। শহরে ৫২ শতাংশ পানি পাইপলাইনে সরবরাহ করা হলেও তা সঠিক মাত্রায় শোধন করা হয় না। ’

বিশুদ্ধ পানির আরেক নাম যেমন জীবন। তেমনি মানুষের মৃত্যুও সবচেয়ে বেশি হয় দূষিত পানির কারণে।

বিশ্বব্যাংকের গবেষণা বলছে, বাংলাদেশে বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। নলকূপ বা উপরিভাগ পানির সব কয়টি উৎসই এখন ঝুঁকিতে।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জর্জ জোসেফ বলেন, ‘এখনই বিশুদ্ধ পানির উৎসের প্রতি সচেতন না হলে ভষ্যিতে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। ’

পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘সারাদেশে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ’

বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা উন্নত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরও গতিশীল হবে বলে মনে করে বিশ্বব্যাংক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর