লবণেরও রয়েছে নানাবিধ ব্যবহার

লবণেরও আছে ব্যতিক্রমী অনেক ব্যবহার

লবণেরও রয়েছে নানাবিধ ব্যবহার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লবণ ছাড়া রান্না কেউ কল্পনাই করতে পারেন না। লবণ ছাড়া খাবার একেবারেই পানসে মনে হয়। তবে রান্না ছাড়াও প্রয়োজনীয় এ উপাদানটির আরও অনেক গুণাবলি আছে, সেটি হঢতো আমাদের অনেকেরই জানা নেই।

চলুন জেনে নিই লবণের কিছু ব্যতিক্রমী ব্যবহার: 

• কাঠের আসবাবে পানির দাগ পড়ে সাদাটে হয়ে গেলে সামান্য লবণ ছিটিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

 

• জিন্স ধোয়ার সময় পানিতে এক কাপ লবণ মিশিয়ে নিন। জিন্সের রঙ ভালো থাকবে।

• পিঁপড়া ও পোকা-মাকড়ের উপদ্রব কমাতে লবণ ছিটিয়ে দিতে পারেন।  

• আপেল কাটার কিছু সময়ের মাঝেই বাদামি রঙ হয়ে যায়।

কাটার সঙ্গে সঙ্গে লবণ পানিতে আপেল ডুবিয়ে নিলে বাদামি হবে না।  

• গাঢ় রঙের তোয়ালে প্রথমবার ধুঁয়ে পরিষ্কার করতে চাইলে পানিতে আধা কাপ লবণ মিশিয়ে নেন। তোয়েলের রঙ একটুও ফ্যাকাসে হবে না।  

• লবণমিশ্রিত পানিতে ১ ঘণ্টা মোম ভিজিয়ে রেখে ভালো করে শুকিয়ে নিন। দেখবেন মোম অনেক দেরিতে গলছে।

• লোহার পাত্র পরিষ্কার করতে হলে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।  

• শ্যাম্পুতে সামান্য লবণ মিশিয়ে নিয়ে ব্যবহার করলে মাথায় থাকা জীবাণু ও খুশকি নিমেষেই দূর হয়ে যাবে।

• আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

• ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নরম কাপড় দিয়ে ভেতরের অংশ ঘষে দেখুন। দুর্গন্ধ গায়েব।

• মগ থেকে চা কিংবা কফির দাগ সহজে দূর না হলে লবণ ও ভিনেগার মিশিয়ে ঘষতে থাকুন। দাগ চলে যাবে।

• গয়না পরিষ্কার করতে চাইলে সমপরিমাণ লবণ, ময়দা ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে সেটি মেটালের গয়নায় লাগিয়ে রাখুন।

• জুতায় দুর্গন্ধ হলে তা দূর করতে ভেতরে লবণ রাখুন। কিছু সময় পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন দুর্গন্ধ অনেকটাই কমে গেছে।

 

সূত্র: রিডার্স ডাইজেস্ট

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর