শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল হক কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
শ্রমিক শরিফুল ইসলাম সাকিব জানান, আমরা চারজন মিলে কাজ করছিলাম। আরিফুল এখানে হেলপার হিসেবে কাজ করছিল। কাজের সময় হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায়। এ সময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ড. কামরুজ্জামান চৌধুরী জানান, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ১০ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান রংমিস্ত্রি মো. নাঈম আহমেদ।