ফের ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া 

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

ফের ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপপুঞ্জের উপকূলে আজ (১১ অক্টোবর, বৃহস্পতিবার) রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে।  

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরো নাগরাহো বলেছেন, ‘পূর্ব জাভার সুমেনেপ জেলার একটি ভবন ধসে পড়লে তারা নিহত হন। বৃহস্পতিবার সকালে আঘাত হানা ভূমিকম্পে দ্বীপটিতে অনেক ঘর-বাড়ি ধসে পড়েছে।

 

জাভার এক বাসিন্দা বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখনই ভূমিকম্পটি আঘাত হানে। আমরা বাড়ি থেকে বের হওয়ারও সুযোগ পাইনি। ’

news24bd.tv

এদিকে, জাভার জনপ্রিয় দ্বীপ বালিতে ভূমিকম্পের ফলে পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ঘন্টায় ১২৫ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠে এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

পর্যটনের জন্য বিশেষভাবে পরিচিত বালি দ্বীপটিতে ভূমিকম্পের পর অনেকে হোটেল ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মারাত্মক আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে অনন্ত ৫ হাজার জন।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, চ্যানেল নিউজ এশিয়া, হেরাল্ড সান

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর