শাকিব প্রসঙ্গে অপু বললেন ‘এখনই বলছি না, উহ্য থাক’
শাকিব প্রসঙ্গে অপু বললেন ‘এখনই বলছি না, উহ্য থাক’

সংগৃহীত ছবি

শাকিব প্রসঙ্গে অপু বললেন ‘এখনই বলছি না, উহ্য থাক’

অনলাইন ডেস্ক

একটি ভিডিও ক্লিপে নিউইয়র্কের রাস্তায় এক গাড়িতে দুজনকে দেখা গেছে। আরেক ভিডিওতে দেখা গেছে, ছেলে আব্রাহাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব, সঙ্গে অপুও। দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সামনে এলো আরও একটি ছবি।

এক অনুষ্ঠানে জয়কে নিয়ে গিয়েছিলেন শাকিব-অপু।

যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনে গিয়েছিলেন তারা। অভিনেত্রী বন্যা মির্জা, দিনাত জাহান মুন্নী, রুমানা, তমালিকা কর্মকারসহ অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে।  

শেষ ছবিটি ওই অনুষ্ঠানের, যেটি ফেসবুকে শেয়ার করেছেন দেশের এক সময়ের ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। এসব ছবি-ভিডিও ঘিরে শাকিব-অপুর ‘এক হওয়ার গুঞ্জন’ নিয়ে নানা খবর প্রকাশ হয়েছে।

এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা।

কুরবানির ঈদে অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তির আগে এটি নিয়ে অন্যরকম ‘আবেগ’ কাজ করছে বলে ফেসবুকে জানান অভিনেতা শাকিব খান। হলে গিয়ে সিনেমাটি দেখতে সবাইকে অনুরোধ করেন।

শাকিব-অপুর সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে- এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক।

সম্প্রতি শাকিব খানও জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর বুবলী বলেছেন, তাদের বিচ্ছেদ হয়নি।

News24bd.tv/AA