ভারতে ঘূর্ণিঝড় ‘তিতলি’র তাণ্ডব: নিহত বেড়ে ৮

ভারতে ‘তিতলি’র তাণ্ডব

ভারতে ঘূর্ণিঝড় ‘তিতলি’র তাণ্ডব: নিহত বেড়ে ৮

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ তাণ্ডব চালাচ্ছে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে। দেশটির গণমাধ্যমসমূহ এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।  
 
‘তিতলি’ বেশি ভয়ঙ্কর হয়েছে উড়িষ্যায়। তবে ৮ জন নিহত হয়েছে উড়িষ্যার প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে।


 
ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ৩ লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে।
 
প্রসঙ্গত, আজ (১১ অক্টোবর, বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫ টার দিকে উড়িষ্যার গোপালপুর এবং কলিঙ্গপট্টনমে আঘাত হানে ‘তিতলি’। সঙ্গে ছিল প্রবল জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত।
 
জানা যায়, ‘তিতলি’র তাণ্ডবে তিন থেকে চার ঘণ্টা ভূমিধস হয়েছে।
বিভিন্ন স্থানে গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং কুচা এলাকায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোপালপুর এবং বার্হামপুরসহ বেশ কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। উড়িষ্যার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার।


সূত্র: এনডি টিভি, এএনআই

অরিন▐ NEWS24