দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

বৈরী আবওহাওয়া কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার ভোর থেকে বৈরী আবহাওয়া বাড়তে থাকায় নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সকল লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা বন্ধ করা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় উভয় পারের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাধ্য হয়ে সাধারণ যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন মিলন জানান, বৈরী আবহাওয়ায় নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় বাংলাদেশ অভ্যান্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্দেশে এই রুটের সকল লঞ্চ আমরা বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম জানান, গত বুধবার বিকেল ৫টার পর থেকে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখতে হচ্ছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর