৫০০ হেলমেট বিতরণ করলেন পলক

নাটোরে বক্তব্য রাখছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

৫০০ হেলমেট বিতরণ করলেন পলক

নাটোর প্রতিনিধি

''স্ত্রীকে বাঁচাতে পারিনি, কোটি মানুষকে বাঁচানোর জন্য আমার এ আন্দোলন। জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে সতর্ক হতে হবে। '' বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে নিরাপদ সড়কের দাবিতে সচেনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভায় এসব বলেন 'নিরাপদ সড়ক চাই' এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে চালকরা যেমন গাড়ি চালাবে না, তেমনি কথা বলতে বলতে আমাদেরও রাস্তা পার হওয়া যাবে না।

হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচল করা যাবে না। জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের এগুলো করতে হবে। মটরসাইকেলে দুইজনের বেশি উঠবেন না এবং দুইজনই হেলমেট ব্যবহার করবেন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি।

এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই -এর সিংড়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এসময় ৫০০ মটরসাইকেল চালককে হেলমেট উপহার দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সম্পর্কিত খবর