শিক্ষা আনন্দদায়ক হলে শিক্ষাকে ধারণ করা যাবে: শিক্ষামন্ত্রী 

শিক্ষা আনন্দদায়ক হলে শিক্ষাকে ধারণ করা যাবে: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

কোয়ালিটি এডুকেশন মানে হলো শিক্ষাকে শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। এছাড়াও একটি স্বাধীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারেও মত দিয়েছেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে ন্যাশনাল স্টিম সাইন্স ট্যাকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্টস ম্যাথম্যাটিকস অলিম্পিয়াড এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট শিক্ষা কার্যকর করার জন্যই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। বাংলাদেশে অলিম্পিয়াড নতুন কিছু নয় এবং প্রচুর শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, শিক্ষা হতে হবে আনন্দদায়ক তাহলেই শিক্ষাকে ধারণ করা যাবে। আর সেজন্যই অলিম্পিয়াডকে শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সবাই যেন শেখাটা সক্রিয়ভাবে শেখে; সেজন্যই এই নতুন শিক্ষা ব্যবস্থা। সফট সিকলস এবং দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেজন্যই নতুন শিক্ষাক্রম সাজানো হয়েছে। নতুন শিক্ষাক্রমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক তৈরি করা বলে জানান শিক্ষামন্ত্রী।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক