মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

সংগৃহীত ছবি

মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

অনলাইন ডেস্ক

মস্কোর উদ্দেশে চালানো ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। সোমবার সকালে মস্কোতে দুটি ড্রোন দিয়ে চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ক্রেমলিনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।  

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলাকে 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ২ কিলোমিটার দূরে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।  

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ড্রোনগুলো দুটি বেসামরিক ভবনে আঘাত হানে। তবে ভবনে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ হামলা চালিয়েছে কি না তা বিস্তারিত জানাননি মেয়র সোবিয়ানিন।  

এ হামলার দায় এখনো স্বীকার করেনি ইউক্রেন।

দেশটি রাশিয়ার অভ্যন্তরে হামলার কথা কখনোই স্বীকার করে না। তবে সম্প্রতি কিয়েভ বলছে রাশিয়ার সামরিক স্থাপনা ধ্বংস করা তাদের পাল্টা হামলায় সাহায্য করবে।  

news24bd/arh

এই রকম আরও টপিক