পল্লবীর এক বাড়িতে পুলিশি অভিযানের সময় তরুণীর ‘আত্মহত্যা’

সংগৃহীত ছবি

পল্লবীর এক বাড়িতে পুলিশি অভিযানের সময় তরুণীর ‘আত্মহত্যা’

শফিকুজ্জামান রুবেল

রাজধানীর পল্লবীতে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে বৈশাখী নামে এক তরুণীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের প্ররোচনায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই তরুণী। তবে পুলিশ বলছে, গুজব ছড়াচ্ছে এলাকাবাসী। নিহতের মা মাদকের সঙ্গে জড়িত, তাকে ধরতে গেলে এ অস্বাভাবিক ঘটনা ঘটনায় তরুণী।

 
 
সোমরাব রাত ১০টার দিকে পল্লবী থানার দুই এসআই একটি টিম নিয়ে আদর্শ নগর এলাকায় মাদক মামলার আসামি লাবলীর বাসায় অভিযান চালায়। একপর্যায়ে লাভলীর মেয়ে বৈশাখী আত্মহত্যা করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পল্লবীর আদর্শ নগর পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা পুলিশকে ধাওয়া করে এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী বলছে, পুলিশ গতরাতে ওই বাড়িতে গেলে পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডতা সৃষ্টি হয়। একপর্যায়ে তরুণীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।  

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, অভিযানের নামে মা-মেয়ের ওপর নির্যাতন করার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই তরুণী।  
 
তবে পুলিশ বলছে, পুলিশের প্ররোচনায় আত্মহত্যার বিষয়টি গুজব। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছেল।

এমন পরিস্থিতিতে সব বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

news24bd.tv/আইএএম