শিক্ষা কমিশনার প্রার্থী বাংলাদেশি মোসলেহ উদ্দিন

বাংলাদেশি মোসলেহ উদ্দিন

শিক্ষা কমিশনার প্রার্থী বাংলাদেশি মোসলেহ উদ্দিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির বোর্ড অব এডুকেশনের নির্বাচনে কমিশনার পদপ্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোসলেহ উদ্দিন। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরু করেছেন তিনি।  

প্যাটারসন সিটির শিক্ষার মান বৃদ্ধি, ভবিষ্যত প্রজন্মের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন সংস্কারমূলক এজেন্ডার ভিত্তিতে ইতিমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন মোসলেহ উদ্দিন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মোসলেহ উদ্দিন প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দীনের জ্যেষ্ঠ সন্তান।

তিনি এই সিটিতেই জন্ম নেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত অনন্য মেধাবী মোসলেহ উদ্দিনের জয় নিশ্চিত করে তার সহপাঠীরা ছাড়াও আমেরিকান তরুণ-তরুণীরাও মাঠে নেমেছেন।

কমিশনার পদে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোসলেহ উদ্দিন বলেন, নির্বাচিত হলে প্যাটারসনে অভিবাসী বাংলাদেশিদের শিক্ষার অধিকার নিশ্চিতের পাশাপাশি আদর্শ নতুন প্রজন্ম গড়ে তুলবো।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর