ক্রীড়া সংগঠক টিপুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

সংগৃহীত ছবি

ক্রীড়া সংগঠক টিপুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু আর নেই। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারিসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।

তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মধ্যে দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, গতকাল সকাল ১১টায় রফিকুল ইসলাম টিপু নিজ বাসভবনে সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় ঘোরতর আঘাতপ্রাপ্ত হন। তিনি সংকটাপন্ন অবস্থায় আজগর আলী হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

news24bd.tv/SHS