অসহায় রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাড়ে ৭ কোটি টাকার অনুদান

সংগৃহীত ছবি

অসহায় রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাড়ে ৭ কোটি টাকার অনুদান

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‘অসহায় রোগী সেবা তহবিল’-এ ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন অনুদানের এই চেক গ্রহণ করেন।

এর আগে, ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান প্রদান করেন।

সবমিলিয়ে গত দুই বছরে ‘অসহায় রোগী সেবা তহবিল’-এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো।

হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ‘অসহায় রোগী সেবা তহবিল’ পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে যে সকল চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা হলো-হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভাল্ব প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ।

এ তহবিল হতে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে।

এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।

news24bd.tv/SHS