রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিয়েছে রাঙামাটি সেনাবাহিনী। বুধবার সকাল ১১টায় রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলের মাঠে আয়োজিত সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দিন।

এসময় রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর রেজাউল ও মেজর পারভেজ উপস্থিত ছিলেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দিন বলেন, পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কাজ করছে সেনাবাহিনী।

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। তাই সকল জাতি গোষ্ঠীকে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

পরে রাঙামাটি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দিন কিছু দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালিকে নগদ অর্থসহ সেলাই মেশিন ও ঘরের টিন বিতরণ করেন।

news24bd.tvতৌহিদ