এমপি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ এ আরাফাত

সংগৃহীত ছবি

এমপি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ এ আরাফাত

ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শপথ গ্রহণ করেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি ও হুইপ ইকবালুর রহিম।

১৭ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে বিজয়ী হন। নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ভোটের ফলে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
News24bd.tv/AA