কুড়িগ্রামে বাসচাপায় নিহত তিনজনের পরিচয় মিলল 

কুড়িগ্রামে বাসচাপায় নিহত তিনজনের পরিচয় মিলল 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত তিন মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের ছেলে সাগর (২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং শাহিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা সমবয়সী।

ওসি রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক