আমিনবাজারে বিস্ফোরণের পর উদ্ধার হলো ৬ ককটেল-সদৃশ বস্তু

আমিনবাজারে বিস্ফোরণের পর উদ্ধার হলো ৬ ককটেল-সদৃশ বস্তু

অনলাইন ডেস্ক

সাভারের আমিনবাজার আওয়ামী লীগ কার্যালয়ে কাছে দুপুরে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে ককটেল-সদৃশ ৬টি বস্তু উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন শাহ আলম ফিলিং স্টেশনের পাশ থেকে ৬টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পথচারীরা জানায়, সড়কের পাশে হঠাৎ বিকট শব্দ হয়।

পরে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় উপস্থিত সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলে ৬টি ককটেল-সদৃশ বস্তু দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৬টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছি।

বর্তমানে এসব নিষ্ক্রিয়ের কাজ চলছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এদিকে সকাল থেকেই আমিনবাজারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর