বাঘের অস্তিত্ব না থাকলে সুন্দরবন বিপন্ন হবে

বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘের অস্তিত্ব না থাকলে সুন্দরবন বিপন্ন হবে

শেখ আহসানুল করিম, বাগেরহাট

‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের লোকালয় ও সুন্দরবনে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে বন বিভাগ ও মোংলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে।

র‌্যালি শেষে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবের সভাপতিত্বে বিশ্ব বাঘ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে। অনুষ্ঠানে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহামদ বেলায়েত হোসেন, মোংরার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওরাদার মো. আজাদ কবিরসহ বনজীবীরা বক্তব্য দেন।

এদিকে শনিবার সকালে মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বর্ণাঢ্য র‌্যালি শেষে পৌরসভা চত্বরে পথসভা করেছে। পথসভায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাসসহ পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিশ্ব বাঘ দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘের জীবন রক্ষায় প্রথমে সুন্দরবন রক্ষা জরুরি। সুন্দরবনের বাঘ বেঁচে থাকা মানুষের কর্মকাণ্ডের ওপরই নির্ভর করে।

বাঘ কেমন আছে সেটা বুঝতে পারি সুন্দরবন দেখে। বাঘের অস্তিত্ব না থাকলে সুন্দরবন বিপন্ন হবে। তাই বাঘ ও সুন্দরবন রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

news24bd.tvতৌহিদ