দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ৩ ভাই-বোন

সংগৃহীত ছবি

দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ৩ ভাই-বোন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে এসএসসি পরীক্ষায় একসঙ্গে জিপিএ-৫ পেয়েছে যমজ তিন ভাই-বোন। তাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (৩০ জুলাই) বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে তাদের সংবর্ধনা দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।  

এই তিন শিক্ষার্থী হলো, বিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চণ্ডিপুরের লাসার সৌরভ মুরমু এবং তার দুইবোন মেরি মৌমিতা মুরমু ও মারথা জেনিভিয়া মুরমু।

যমজ এই তিন ভাই-বোন এবার এসএসসিতে একসাথে জিপিএ-৫ পেয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে একইসঙ্গে এই সাফল্য অর্জন করেছে তারা।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের এই তিন শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনা দেওয়া হয় এবং ভবিষ্যতে তাদের পড়ালেখার খরচ বহনসহ যাবতীয় বিষয়ে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

news24bd.tv/আইএএম