বিয়ের রেজিস্ট্রি খাতায় থ্যালাসেমিয়া নিয়ে কলাম কেন নয়, জানতে চান হাইকোর্ট

সংগৃহীত ছবি

বিয়ের রেজিস্ট্রি খাতায় থ্যালাসেমিয়া নিয়ে কলাম কেন নয়, জানতে চান হাইকোর্ট

অনলাইন ডেস্ক

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এবং বিবাহ রেজিস্ট্রি খাতায় এ বিষয়ে কেন কলাম করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৩১ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে সরকারকে জনসচেতনতা তৈরিতে থ্যালসেমিয়া বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস ও গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে।  

এছাড়া ৩০ দিনের মধ্যে থ্যালাসেমিয়া বিশেষজ্ঞদের নিয়ে রোগটি নিয়ন্ত্রণে ৭ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিকে ৬ মাসের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দিতে হবে। এ দিন থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা ও দেশের প্রায় ১০ শতাংশ মানুষের মধ্যে এই রোগের সুপ্ত জিন থাকার শঙ্কা প্রকাশ করেছেন আদালত। পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এ নির্দেশ দেওয়া হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক