বাংলাদেশ ব্যাংকের সহায়তা চায় এসএমই ফাউন্ডেশন

প্রতীকী ছবি

এলসি খোলা নিয়ে জটিলতা

বাংলাদেশ ব্যাংকের সহায়তা চায় এসএমই ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

কাঁচামাল আমদানিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এলসি খোলার জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত 'এসএমই তে কাইজেন' কর্মসূচি আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছোট বড় সব ধরনের শিল্পের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে ভূমিকা পালন করতে হবে।

মাসুদুর রহমান আরও বলেন, এই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উৎপাদনশীলতার বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, পণ্যের মান উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়াতে ৬২ প্রতিষ্ঠানকে সহায়তা করেছে এসএমই ফাউন্ডেশন।

এসময় ২০২২-২৩ অর্থবছরে কাইজেন ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প সম্পন্ন করায় বেশ কয়টি এসএমই প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে সনদ তুলে দেয়া হয়।

news24bd.tv/FA