হঠাৎ কেন ঢাকায় চীনের বিশেষ দূত?

সংগৃহীত ছবি

হঠাৎ কেন ঢাকায় চীনের বিশেষ দূত?

অনলাইন ডেস্ক

চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং সিজুন ঢাকায় এসেছেন। রোববার  (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি।

সোমবার (৩১ জুলাই) আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনাও করেছেন দূত দেং সিজুন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরুর বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।

ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো দেং সিজুনের বাংলাদেশ সফরের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।  

জানা যায়, চীনের দূত গতকাল সোমবার প্রথমে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এরপর তিনি দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই আলোচনাতেই দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গগুলো এলেও গুরুত্ব ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়টি।

তিন মাস আগে চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং সিজুন নীরবে ঢাকায় এসেছিলেন। তিনি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে যুক্ত করে প্রত্যাবাসন শুরুর বিষয়ে আলোচনা করেছিলেন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক