চলন্ত গাড়ির ওপর মনের সুখে মদ্যপান, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

চলন্ত গাড়ির ওপর মনের সুখে মদ্যপান, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

প্রাইভেটকারের ওপরে বসেই মনের আনন্দে মদ্যপান করছিলেন তিনজন যুবক। চলছিল গাড়িও। সেই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কালো রঙের একটি গাড়ি সামনে এগিয়ে চলছে। তার ছাদে বসে আছেন তিন যুবক। বিপজ্জনক ভাবেই বসে আছেন তারা।

গাড়ির ঝাঁকুনিতে যেকোনো মুহূর্তে নিচে পড়ে গিয়ে বড়সড় দু্র্ঘটনা ঘটতে পারে। কিন্তু তাতে তাদের পরোয়া নেই। গাড়ির ছাদে বসে গল্পগুজব করছেন তারা। মাঝেমাঝে মদের বোতল মুখে নিয়ে ঢকঢক করে পান করছেন। হাত-পা নেড়ে চলছে বার্তালাপ।

এই কালো গাড়ির ঠিক পিছনের গাড়িটি থেকে ভিডিও করা হয়েছে। তারপর তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গাজিয়াবাদ পুলিশ এই ভিডিও দেখে পদক্ষেপ নেয়। তিন যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ১০ হাজার টাকা জরিমানা করা ছাড়াও গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরে গাজিয়াবাদ পুলিশের তরফে একটি টুইট করে বিষয়টি জানানো হয়। গারদের পিছনে তিন যুবকের ছবিও পোস্ট করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার