সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে জামায়াতের চিঠি

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে জামায়াতের চিঠি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অনুমতি না পেলে দলীয় ফোরামে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জামায়েতের আইনজীবী আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার বিকালে ডিএমপি কার্যালয়ে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করতে আসেন দলটির আইনজীবীরা। এসময় তারা বলেন, ১ আগস্ট সমাবেশ করার অনুমতি না থাকায় জামায়াত ইসলামের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির আমিরসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ করার কথা জানান জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক