বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডেই বিদায় বাংলাদেশিদের

সংগৃহীত ছবি

আজারবাইজানের বাকু শহরে চলমান ফিদে বিশ্বকাপ দাবা ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের চার দাবাড়ু।

বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডেই বিদায় বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক

আজারবাইজানের বাকু শহরে চলমান ফিদে বিশ্বকাপ দাবা ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের চার দাবাড়ু।

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব প্রথম রাউন্ডের প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে ড্র করেন জার্মান গ্র্যান্ডমাস্টার কোলারস ডমিট্রিজের বিপক্ষে। বাংলাদেশ আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই গেমের দুটিতেই হেরেছেন ইতালিয়ান গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে।

মহিলা বিশ্বকাপ দাবায় ফিদে মাস্টার নোশিন আঞ্জুম প্রথম রাউন্ডে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডে জয় পাননি।

পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সকো মনিকার বিপক্ষে ড্র করে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস দুই গেমেই হেরেছেন রোমানিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার বুলমাগো ইরিনার কাছে।

news24bd.tv/SHS