ভোলায় ৭ ট্রলারডুবি, নিখোঁজ ১৬

ভোলায় ৭ ট্রলারডুবি, নিখোঁজ ১৬

অনলাইন ডেস্ক

ভোলার দৌলতখানন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় সাত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে বেশির ভাগ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ ১৬ জন। মঙ্গলবার (০১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগর মোহনায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।  

বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্ব পাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাসফিল্ড সংলগ্ন সাগর মোহনায় মনপুরা উপজেলা পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এতে ট্রলারগুলোতে থাকা শতাধিক জেলের মধ্যে ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে ট্রলার মালিক ও জেলে সূত্রে জানা যায়।


ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া ঘাটের ইউনুচ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের জান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট খালের জামাল মাঝির ট্রলার।

নিখোঁজ জেলেরা হলেন জামাল মাঝির ট্রলারে থাকা জামাল মাঝি, কবির, সজিব, শাকিল, রফিক, শামীম ও আল-আমিন। লতিফ মাঝির ট্রলারে থাকা লতিফ মাঝিসহ ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

তাদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

স্থানীয় জেলে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। এ সময় সাঙ্গু গ্যাসফিল্ড সংলগ্ন সাগর মোহনা ও হাতিয়ার উড়িরচরের পূর্ব পাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিল মনপুরার একাধিক জেলে ট্রলার। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে তলা ফেটে পাঁচটি ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া এ সকল ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন।

অপরদিকে সাগর মোহনায় মাছ শিকারে থাকা মনপুরার আরো শতাধিক ট্রলার সন্দ্বীপ, হাতিয়া ও চট্টগ্রামে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে ট্রলারের মালিকরা জানিয়েছেন।

মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় মনপুরার পাঁচটি ট্রলার ডুবে গেছে। এতে ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। মাছ ধরার অন্য ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তারা খবর পেয়েছেন।

এ ছাড়াও মঙ্গলবার সকালের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের সাগর মোহনায় আট জেলে নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় পার্শবর্তী জেলেরা ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করলেও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে স্থানীয় মহিউদ্দিন মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরার পাঁচটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু জেলে নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে কোস্ট গার্ডের সাথে সমন্বয় করে উদ্ধার তৎপরাতা চালানো হচ্ছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, সাগের মাছ শিকারে করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে হাতিয়া ও চরমানিকা কোস্ট গার্ডের সদস্যরা সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে।

news24bd.tvতৌহিদ