নুরের ঘরের দরজা ভেঙে ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিনকে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নুরের ঘরের দরজা ভেঙে ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বুয়েটের ২৬ জনসহ ৩৪ শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের কর্মসূচি দেওয়ায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের বাসার দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।  

বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা এসব তথ্য জানান।  

গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফাতেমা জানান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

তাদেরও তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এই অবৈধ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে বিন ইয়ামিন মোল্লাকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। নিখোঁজদের দ্রুত সন্ধান চাই।

news24bd.tv/আইএএম