রোনালদোর সঙ্গী হলেন মানে

সংগৃহীত ছবি

রোনালদোর সঙ্গী হলেন মানে

অনলাইন ডেস্ক

বহু আশা নিয়েই লিভারপুল থেকে সাদিও মানেকে দলে ভিড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে মানে প্রত্যাশার অনুযায়ী পারফর্ম করতে পারেননি বাভারিয়ানদের হয়ে। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা ছাড়াও সতীর্থ লেয়র সানেকে মেরে নিষিদ্ধ পর্যন্ত হয়েছিলেন। নতুন মৌসুম শুরুর আগে মানের তাই বায়ার্ন ছাড়া একপ্রকার নিশ্চিত ছিল।

গতকাল নিশ্চিত হয়ে গেলো, মানের নতুন গন্তব্য। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন এই সেনেগালিজ ফরোয়ার্ড। বায়ার্ন ও আল নাসর, দুই ক্লাবই মানের দলবদলের খবর নিশ্চিত করেছে। তবে কী পরিমাণ অর্থের বিনিময় হয়েছে তা জানানো হয়নি।

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ৩ কোটি ইউরোর (প্রায় ৩৫৭ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ৩ বছরের জন্য মানেকে দলে টেনেছে সৌদি ক্লাবটি। রোনালদোদের ক্লাবে বছরে ৪ কোটি ইউরো (প্রায় ৪৭৬ কোটি টাকা) বেতন পাবেন মানে। এর বাইরে ফলভিত্তিক বোনাস হিসেবে আরও ১ কোটি ইউরো (প্রায় ১১৯ কোটি টাকা) পেতে পারেন তিনি।

গতকাল আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার। ’

তিন বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী মানে। কিন্তু বিদায় নিতে হলো দুই বছর আগেই। বায়ার্ন থেকে যে হাসিমুখে বিদায় নিতে পারলেন না, সেটিও পোড়াচ্ছে মানেকে। স্কাই জার্মানিকে কাল রাতেই মানে বলেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বিদায় নিতে চাইনি। ’

news24bd.tv/SHS