মানবপাচার রোধে দরকার সমন্বিত প্রচেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

মানবপাচার রোধে দরকার সমন্বিত প্রচেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানবপাচার রোধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে ঢাকার একটি হোটেলে 'বিশ্ব মানব পাচার রোধ দিবস' উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে মানবপাচার রোধ সম্ভব নয়। সকলের সমন্বিত প্রচেষ্টায় মানবপাচার রোধ করা সম্ভব।

সেমিনারে উপস্থিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গাদের মানবপাচার থেকে রক্ষা করতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিদের ফেয়ার জাস্টিস ও সাইকো সোশ্যাল জাস্টিস সহায়তা দরকার।

তিনি জানান, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সরকারের সকল দফতরের সাথে মিলে আন্তরিকতার সাথে এ বিষয়ে কাজ করছে। বিশ্বব্যাপী ভুক্তভোগীর সংখ্যা ১১ শতাংশ হারে কমছে।

দক্ষিণ এশীয় অঞ্চলে কনভিকশনের সংখ্যা ৫৬ শতাংশ হারে কমেছে। মানব পাচার রোধে তরুণদের মধ্যেও সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

news24bd.tv/FA