তারেক-জোবাইদার মামলার রায় প্রত্যাখ্যান বিএনপির

রায় ঘোষণার প্রতিবাদে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।

তারেক-জোবাইদার মামলার রায় প্রত্যাখ্যান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে করা দুদকের মামলায় আদাল‌তের দেয়া রায় প্রত্যাখ্যান ক‌রে‌ছে বিএন‌পি। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে করে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করছে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে।

বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাঙ্কি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করে। তারপর শুরু হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ।

দুই মামলায় তারেকের ৯, জুবাইদার ৩ বছর কারাদণ্ড

এসময় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব‌লেন, এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতা‌য়েন করা হয় বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক